কর্ম বিনা নাহি হয় জীবন ধারন ,
কর্ম করিলে হয় অর্থ উপার্জন ।
সেই অর্থ বিনিময়ে খাদ্য গ্রহন ,
সেই খাদ্য গ্রহনে বাঁচে জীবন ।

শ্রম করিলে হয় অর্থ উপার্জনো ,
শ্রম ছাড়া রক্ষা না হয় স্বাস্থ্য কখনো ।
ব্যধি কত শরীরে করে আশ্রয় গ্রহন ,
ব্যধিগ্রস্ত শরীর হয় সারাটি জীবন ।

যার যেমন যোগ্যতা কর্ম করে সে তেমন ,
কর্ম অনুযায়ী সে অর্থ উপার্জনে হয় সক্ষম ।
পরিশ্রমে করলে তার হয় সু-স্বাস্থ্য রক্ষন ,
সুখে শান্তিতে থাকে করলে শ্রম ও উপার্জন ।

বিনা শ্রমে কখনো হয়না অর্থ উপার্জন ,
টাকা ছাড়া ধরাধামে অচল মানব জীবন ।
টাকা ছাড়া দুনিয়ায় সবকিছুই লাগে ফাঁকা ,
টাকা না থাকিলে তুমি সদাই থাকবে একা ।

টাকা ছাড়া মনুষ্য জীবনে জোটেনা খাদ্য জল ,
টাকা থাকলে দুনিয়াতে থাকেনা সবেতে বাহুবল ।
যে যেমন কর্ম করে সে তেমন পায় তার কর্মফল ,
জীবে দয়া পরম ধর্ম সুকৃতির অর্জে পুণ্যফল ।

সময় থাকতে জীবন যেজন  কাটায় অবহেলে  ,
কর্মে ধর্মে সুকর্ম কাটায় না সে  কূ কর্মের ফলে ।
তার সেই জীবন হয় নিকৃষ্ট বিষাক্ত বিষময় ,
পরমায়ু থাকতেও তার জনমটাই বিফলে যায় ।

           ***************
রাত্রি - ৮ : ৩৭ মিনিট ।
০১ / ০১ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।