কর্ম ফলের এমনই জোর ,
সুখ হয়েও না হলো সুখ তোর !
আত্ম অহং এ হলি বিভোর ,
বৃথাই খুয়ালি জনম রে তোর !
সুখ সুখ করে মরিস ঘুরে ,
সুখটা কিরে গাছে ধরে ?
ইচ্ছে হলেই নিবি পেরে ,
মনে হলেই ভোগ করবি তারে !
মিথ্যাকথা আর চালাকিতে ,
কেউ নেই ধাপ্পা বাজিতে !
এমনি করেই পেট ভরাতে ,
লজ্জা শরম নেইকো মোটে !
ভণ্ডামি আর শয়তানীতে ,
শঠের অগ্রজ তুই তাহাতে !
স্বার্থপরতা অভিনব চালাকিতে ,
লজ্জা শরম নাইকো তাতে !
***************
সন্ধ্যা - ৭ : ৪৫ মিনিট !
০১ /০৮ /২৩ মঙ্গলবার !
কনকর্ড = আমেরিকা !