বেঁচে থাকা রে তোর মরণ সমান ,
আপন পর কে তোর নেই কোন জ্ঞান ।
যেখানে পাস তুই খাবার সন্ধান ,
লজ্জা মান নাই ছুটিস সেই স্থান ।

অপরের খাবো অপরের নেবো ,
তাতে নাই কোন আপত্তি ।
নিজে শ্রম খরচ করতে গেলেই,
ঘটে তোর বিষম বিপত্তি ।

ভালো মন্দ কোথায় খাব,
এর বাড়ী তার বাড়ী যাবো ।
আনন্দ সব লুটে নেবো ,
কাউকে কিছু নাহি দেবো ।

অতি বড় তুই চতুর শয়তান ,
ভাবিস তুইই  চালাক বুদ্ধিমান ,
পরের খাব নাই কোন মান সম্মান ,
চালাকিতে নাই কেউ তোর সমান ।

দেড় চালাকিতে নাই উন্নতি ,
এখান ওখান ঘুরে হয় অবনতি ।
চালাকি করিলে অতির অতি  ,
অতিতে অতি হারায় সহানুভূতি ।

  ***********
সন্ধ্যা - ৭ : ৪৫ মিনিট !
০১ / ০৮ / ২৩ মঙ্গলবার !
কনকর্ড = আমেরিকা !