যেমনই হোক ভদ্র সমাজ ,
না আছে মান না আছে লাজ ।
শুধু সদাই খাই খাই আওয়াজ ,
অপমান মানের নাই রেওয়াজ !
ইতি ওতি সে সদাই চায় ,
খাবারের পানে সদাই ধায় ।
কখন যে কি খাবার পায় ,
খাই খাই সদা মন চায় ।
পরের খাবে পরের পরবে ,
পরের ঘরে বাস করবে ।
পরের দ্রব্য নিজের বলবে ,
খাবে নিবে আর ঘুমোবে ।
নাই কিরে তোর লজ্জা শরম ,
হয়না কি তোর মরমে মরণ ।
এমনি কি তোর নরক জনম ,
করবিনা শ্রম অলস এমন ?
খাই খাই করেই গেলো জনম ,
তোর কেন ছোট মন এমন ?
পরের খেয়েই কাটালি জীবন ,
তবুও করবিনা নিজে পরিশ্রম ।
***********
সন্ধ্যা - ৭ : ৪৫ মিনিট ।
0১ / 0৮ / ২৩ মঙ্গলবার ।
কনকর্ড = আমেরিকা ।