সুখ সুখ করে মরলি ঘুরে ,
সুখ না পেলি তোর কর্ম যেরে ।
নিজ স্বার্থ সুখে মজলি সদাই ,
এখন মরিস ঘুরে যেথা সেথায় ।

তোর জনম গেলো ঘুরে ঘুরে ,
সুখ না ধরা দিলো তোরে ।
হয়ে মরলি রে তুই ভবঘুরে ,
তবুও জ্ঞান চক্ষু খুললো নারে ।

তোর কর্মই লোক ঠকানো ,
ঘুরে ঘুরে উদর ভরানো ।
ঘৃনা লজ্জা মান নেইকো কোন ,
লোভ লালসায় মত্ত যেন ।

মান অপমান সবই বুঝিস ,
জ্ঞান থাকতে ন্যাকা সাজিস ।
শয়তানি  মনে পুষে রাখিস ,
তবু দম্ভ অহং মনে পুষিস ।

অর্থ মান সব ঘুচিয়ে ,
জ্ঞানহীন লজ্জাছাড়া হয়ে ।
বাড়ী বাড়ী ঘুরে ঘৃন্য হয়ে ,
জীবন খানা বেড়াস বয়ে ।

****************
সন্ধ্যা - ৭ : ৪৫ মিনিট ।
0১ / 0৮ / ২৩ মঙ্গলবার ।
কনকর্ড = আমেরিকা ।