যার কেহ নাই তুমি আছ তার ,
তোমার মহিমা অসীম অপার ।
অগতির গতি তুমি কর হে উদ্ধার ,
এই ভবার্নব হতে তুমি কর পারাপার ।
তুমি কাহারে ভাসাও অগাধ জলে ,
কাহার ভাসাও বক্ষ নয়ন সলিলে ।
তোমার ইচ্ছাতেই জগৎ সংসার চলে ,
আবার কাহারে পুড়াও দুঃখের অনলে ।
ওহে দয়াল তুমি ক্ষমিও সবাকারে ,
পাপ কর্ম করেছে যারা কিভাবে উদ্ধারে ।
গর্হিত কর্ম করেছে যে মুক্ত কর তারে ,
অবোধ অবুঝ সে জানেনা
তোমারে ।
কোন নামে ডাকলে প্রভু দেখা দাও দীনেরে ,
ভক্তিভরে ডাকে তোমায় এসো ত্বরাকরে ।
অপার মহিমা তোমার প্রকাশি কেমন করে ,
দীনের দয়াল ঠাকুর ডাকি হে তোমারে ।
তুমি শ্যামা তুমি শ্যাম তুমি কৃষ্ণ বলরাম ,
মথুরাতে কংস ধ্বংস অযোধ্যায় শ্রীরাম ।
মানুষের ভেতরেই প্রভু বিরাজ অবিরাম ,
বৃথা তীর্থে খুঁজি তোমায় গয়া কাশীধাম ।
***************
দুপুর - ২ : ৪৭ মিনিট ।
২৭/০৯/২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।