অনিত্য সংসারময় জীবন যন্ত্রনাময় ,
পদে পদে জীবন সংশয় তবু বাঁচতে হয় ।
নিত্য সয়ে পরিহাস তবুও বাঁচার আশ ,
দরিদ্রতা করে গ্রাস মিটেনা বাঁচার প্রয়াস ।
আসে অভাব অনটন তবুও বাঁচতে চায় মন ,
আশায় আশায় যুঝে ক্ষণ এটাই সত্যি জীবন ।
মরার আগে মরে দেখিনি মরনের স্বাদ কেমন ,
মৃত্যুঞ্জয়ের মতো কপট মরণ করিনিতো বরণ ।
ভাবি তাই বসে বসে নয়নে বারি যায় ভেসে ,
কে কত ভালোবাসে অসময়ে দাঁড়ায় পাশে ।
তবুও মনে আসেনা অন্য কিছু চিন্তা ভাবনা ,
ভগবানের কি যে পরীক্ষা তাতো কিছু বুঝিনা ।
হে বন্ধু হে সুজন তুমিই হে সবার আপনজন ,
তুমিই চিন্ত বিশ্বভূবন কর সবকিছুর সমাধান ।
তুমি আদি তুমি অনন্ত তুমিই স্বজন প্রিয়জন ,
ধরাপরে যখন দিলে মোরে মানুষ রূপে জনম ।
তুমি স্বজন প্রিয়জন তুমিই করাও কর্তব্য পালন ,
মানুষ জনম দিয়ে তুমি ঘুচাও সকল আকিঞ্চন ।
************
সন্ধ্যা - ৫ : ৩৫ মিনিট ।
২৩ / ১২ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।