কল্পনার অঞ্জন পরে দেখেছো স্বপন,
সেকি শুধুই স্বপন নাকি কল্পনার আকিঞ্চন !
কল্পনার রং ছবি আঁকি মনে মনে সারাটি জীবন ,
এই কল্পনার রঙিন ছবি কখনো আর হবেকি পূরণ !

বসে বসে কেউ যদি করে কল্পনার রাজ্যে বিচরণ ,
জন্ম জন্মান্তরেও তার না হবে সে আশা পূরণ !
রাজা হবে রাজ্য পাবে হবে রাজবাড়ী অবাধ ধন ,
বড় বাড়ি ভালো গাড়ি পাবে সুন্দরী নারী আর ধন জন !

শিয়রে স্বপ্ন সুখে পায় রাজত্ব রাজ্ সিংহাসন ,
সিংহাসনে উপবিষ্ট হোয়ে করে প্রজার শাসন !
সাজা পায় খাজনা পায় প্রজাগণ করে অনুগমন ,
রাজ্য সুখে স্বপ্ন সুখে করে স্বপ্নের কল্পনায় ভ্ৰমণ !

নদ নদী পারাবার পর্বত পার হয়ে সাগর সঙ্গম ,
চলে যেন পক্ষীরাজ উড়ে স্বর্গ মর্ত্য পাতাল কানন !
দিন আসে মাস আসে বছর আসে যায় সদা ক্ষনে ক্ষণ ,
কল্পনার রাজ্যে ভাসে সদা না হয় কল্পনা পূরণ !

জীবন ভোর কল্পনা করে যদি না করে কোন পরিশ্রম ,
তবে কি সে রাজা হবে রাজ্য পাবে রাজভোগ করবে ভক্ষণ !
সেই সুখকর স্বপ্ন কল্পনা কল্পনাই রইবে আজীবন ,
শ্রম বিনা সুখী কোনদিনই কোনকালে হয়নি কোনজন !
    ***********
দুপুর - ১ : ০৯ মিনিট !
১৬ / ০৬ /২৪ রবিবার !
কোলকাতা !