অতীত আজ অতীত হোল বিগত ব্যবধান ,
মনেকি পড়ছে তোদের অতীতের সেই দিন ।
অতীত আজ অতীত হয়ে মনে পড়ে কিছু ,
অতীত কিন্তু সবার সাথে চলছে পিছু পিছু ।
বলতি তোমায় ছেড়ে মাগো আমার বড্ড কষ্ট হয় ,
আজতো দেখি দিব্যি আছিস আনন্দে সবসময় ।
আজকাল আর মায়ের চিন্তা করার সময় কোথা ,
সকল সময় ব্যস্ত কাজে সংসারের কতশত ব্যস্ততা ।
মায়ের কেমনে জীবন বাঁচে বুকে পাথর চেপে ,
এইনা ভেবে আজ আমার বাছারা আছে সুখে ।
বাঁচা শুধু বাঁচারই নাম জীবন ধরে বুকে রেখে ,
মায়ের কষ্ট মায়েরই থাক থাকিস তোরা সুখে ।
দূরে দূরে থাকলে কারুর মরণ কখনো না হয় ,
এই ভাবেই সবে আছে বেঁচে এই দুনিয়াময় ।
এটাই বুঝি আসল জীবন অতীত শ্রমের ফল ,
এইতো আসল পরীক্ষা জীবনের ভাবনা সকল ।
এই বাঁচাটাই আসল বাঁচা ধৈর্যের পরীক্ষা হয় ,
আবেগে ছেড়ে থেকে ও প্রাণ ধরে মানুষ বেঁচে রয় ।
***********
বিকাল - ৪ : ০৮ মিনিট ।
২১ / ১২ / ২৪ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।