যে অতীত হারায়ে যায় কালের গহ্বরে ,
হাজার চেষ্টাতেও আসেনা আর ফিরে ।
মায়ের আদর স্নেহ ভাইবোনের ভালোবাসা ,
দুরন্ত যৌবনে জাগে ভালোবাসার পিয়াসা।
ফিরে পাবনা আর সেই দুরন্ত কৈশোর যৌবন ,
সেদিন আসবে যদি পাই আবার পুনঃ জনম ।
অতীতের সেই জ্বালা হলো গলার মালার মতন ,
যায়না তারে যে ভোলা অতীতটা মনে পড়ে যখন ।
পথের ধুলোতে মিশে অতীতের সেই স্মৃতি কথা ,
দুইপাশে ভেসে বেড়ায় স্বপ্ন জড়ানো কত ব্যাথা ।
স্মৃতির স্বপ্ন দিয়ে রচি কত অতীত জীবন কথা ,
মাটির ধুলোয় মিশে আছে কত অতীত স্মৃতি গাঁথা ।
যে অতীত হারিয়ে গেছে আর তা আসবেনা ফিরে ,
কালের গহবরে অতীত ধীরে ধীরে যায় বুঝি হারিয়ে ।
ভুলে যাই ক্রমান্বয়ে অতীত বর্তমান সভ্যতার প্রসারে ,
মনের মন্দিরে থেকে ক্রমে মিশে যায় কালের গহ্বরে ।
হাল ফ্যাসানের সভ্যতায় ভেসে চলে কালের স্রোতধারে ,
উল্লেসিত কালনাগিনী সভ্যতাকে গ্রাস করে ধীরে ধীরে ।
**************
সন্ধ্যা - ৬ : ৩৭ মিনিট ।
০১/০৩/২৫ শনিবার ।
কলকাতা ।