বৈশাখী সে মান করেছে
          আসবেনাকো ঝড় বাদল ,
আকাশ পারে ভাসবেনাতো
            কালবৈশাখী মেঘ কাজল ।

ধূলো উড়িয়ে আসেনা ঝড়
            ভাঙেনা গাছ উড়েনা বাড়ী ,
কচিকাচারা আম কুড়াতে
             যায়নাকো দিয়ে সারি ।

মাঠের 'পরে উড়েনা ধূলো
              আঁধার করে পথ ঘাট ,
রাখাল ছেলে ফিরছে ঘরে
               বৌ-ঝিয়েরা দেয় কপাট ।

উড়ায় না চাল ভাঙেনা বাড়ী
            ঝড়ের দাপট দিয়েছে আড়ি ,
কালো মেঘে ছায়না আকাশ
            ঝিলিক না খেলে অকস্মাৎ ।

এই কিরে ভাই কালের ফেরে
                  জ্বলছে দেশ দহনেরে ,
পুড়ছে ঘরে বাইরে যেরে
                    দহন জ্বালা সইতে নারে ।

            **************
রাত্রি - ৯ : ৩৫ মিনিট ।
০১ /০৫ /২৪ বুধবার ।
কোলকাতা ।