নেই বিচার কালাকাল এ আবার কোন কাল ,
নয় গ্রীষ্ম নয় বৃষ্টি এ কোন শরতের হাল ?
এই কি যুগের ধর্ম পাল্টে গেল দিনকাল ,
কোনটা যে আসল কাল ভেবে হই যে নাকাল ।
গ্রীষ্মের একি হাল নেই বৈশাখে কাল বৈশাখী ,
গরমেতে পচে সবে ঝড় বৃষ্টি রয়ে গেলো বাকী ।
নেই বাদল নেই ঝরা নেই সেই মুষল বৃষ্টি ধারা ,
রৌদ্র তপ্ত আকাশ পরে খরা তাপে পাগল পারা ।
কোথায় মেঘলা বাদল রাতে চাদর মুড়ে বিছানাতে ,
সবাই বসে একসাথে গল্প করি ভেক ডাকা রাতে ।
একঘেয়েমি লাগেনা ভালো বসে শুয়ে একস্থানেতে ,
দেখতে না পাই টিভি নাই ছবি টিভির ওপর্দাতে ।
ধারা শ্রাবন নেই আর নেই শ্রাবন ধারা ,
বৃষ্টির অভাবে হয়না চাষ কৃষকেরা দিশেহারা ।
যদিও ভাসে পিঁজা তুলা আকাশেতে ভরা ,
বৃষ্টির নেই মেঘ নীলাকাশে নক্ষত্রের পশরা ।
আশ্বিনে ঘরে ঘরে আনন্দ মায়ের হবে আগমণ ,
সবার হৃদয় ভরে জাগে নব আনন্দের স্পন্দন ।
হতাশায় হয় সবাই ক্লান্ত উবে যেন সব আনন্দ ,
আব্হাওয়ার শুনে বৃতান্ত মন হয় হতাশায় ক্লান্ত ।
************
সকাল - ১০ : ১০ মিনিট !
০৮ / ১০ / ২৩ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।