অল্প জলে মাছ ভাসে ,
সঙ্গ দোষে লোহা ভাসে ।
কেউ বদলায় বুঝে সুঝে,
দেখে শুনে কালা হাসে ।
কেউ বদলায় অভাব বসে ,
কেউ বদলায় স্বভাব দোষে ।
কেউ বদলায় সঙ্গ দোষে ,
কেউ বদলায় পরিবেশে ।
কেউ বদলায় মর্য্যাদার ফলে ,
কেউ বদলায় পদাধিকার বলে ।
কেউ বদলায় অর্থের বলে ,
কেউ বদলায় বিদেশ গেলে ।
কেউ বদলায় কর্ম দোষে ,
কেউ বদলায় মোহের বসে ।
কেউ বদলায় লালসার বসে ,
কেউ বদলায় চরিত্র দোষে ।
কেউ বদলায় নেশা ভাঙে ,
কেউ বদলায় সৎসঙ্গে ।
কেউ বদলায় কপাল দোষে ,
কেউ সাজে ভিক্ষারী বেশে ।
বদলায় কেউ রূপসী হলে ,
কেউ বদলায় চাকরী পেলে ।
কেউ বা বদলায় ভাগ্য দোষে ,
কেউ বদলায় কপাল দোষে ।
******************
সন্ধ্যা - ৬ : ২৬ মিনিট ।
১৯ / ০৪ / ২৪ শুক্রবার ।
কোলকাতা ।