কবি আমি কাব্যের সাথে সদাই থাকি  প্রেম আলাপনে ,
কখনো উষ্ণ চায়ের পেয়ালায় ,আচম্বিতে শীতল হেমে ।
প্রেম বিলাসিনী কবিতা আমার যৌবনের উপবনে ,
কখনো মাতাল হাওয়া কখনো ভয়ঙ্কর প্রলয় কম্পনে ।

আকাশ পানে উড়ায়ে রঙীন আঁচল নয়ন করে ছলছল ,
প্রেম আলাপনে পাগল হয়ে সদাই উন্মাদিনী সম পাগল !
কখনো ধ্রুবতারা হয়ে আকাশ পারে করে জ্বলজ্বল ,
কখনো শিশির বিন্দু হয়ে সবুজ ঘাসের ডোগায় টলমল ।

আবার নিকষ কালো মেঘে উড়িয়ে একরাশ এলোকেশ ,
চরিদিকে ছড়িয়ে উন্মাদনা প্রেমগন্ধে মগ্নসদাই অশেষ ।
হইলে চক্ষুর অন্তরালে বিরহানলে জ্বলে অগ্নি নির্বিশেষ ,
ধরি তারে বুকে চেপে ভরে নয়ন বারি অন্তরে আবেশ ।

রাত্রিদিন প্রাণনাশে যেন ফাগুনে আগুন জ্বালো মনে ,
কতযে মনের কথা কই তোমায় শয়নে স্বপনে গোপনে ।
সেযে আমার অন্তরের অন্তরাত্মা জীবনের বন্ধনে স্মরনে ,
আমৃত্যু জড়ায়ে তারে কইবো কথা যা যা আছে মোর মনে ।

কখন বনের ধারে কখনো প্রান্তরে তুমি কখনো অন্তরে ,
কখনো ফুলে ফলে ভরে দাও বনে উপবনে বনান্তরালে ।
হৃদয়ের রানী তুমি জাগাও কবিতাখানি গোপনে অন্তরে ,
ছাড়িব না তোমায় আমি রাখিব হৃদয়ে ধরে জন্ম জন্ম ধরে

কাব্যের কবি তুমি খুঁজে ফের সব কিছুতেই তোমার কাব্য ,
জলে স্থলে মাঠে খালে ভূতলে সাগরে নদীর জলের নাব্য ।
কাব্যর কবি তুমি জন্মতে মৃত্যুতে ধর্মে কর্মে সদা ভবিতব্য ,
লিখে যাও শিখে যাও বলে যাও মনে রেখ যাহাই ভবে সভ্য  ।

          ***********************
রাত্রি - ১০ : ১৩ মিনিট ।
২২ / ১২ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।