জীবন আর মরণের অটুট বন্ধন ,
কেহ কারো সঙ্গ না ছাড়ে অনুক্ষণ ।
তবুও তফাৎ সুখের জীবন দুঃসহ মরণ ,
কখন কে যায় কে আসে করে নিরিক্ষণ ।
হাসতে হাসতে জীবন আসে যখন হয় জনম ,
কাঁদিয়ে যায় যখন যন্ত্রনা নিয়ে আসে মরণ ।
তবুও জীবন ও মরণ দুই হয় ভীষণ সাধারণ ,
জীবন মেনেছে হার যখন আসে দ্বারেতে মরণ ।
এপারে জীবনের উৎস ওপার হতে আসে মৃত্যুর নিমন্ত্রণ ,
কে যে কখন আসে কখন যায় পৃথিবী ছেড়ে কে জানে কখন ।
জন্ম হয় হাসে তখন স্বজন মৃত্যুর পরোয়ানা জাগায় ক্রন্দন ,
একের আহ্বান হয় অন্যেরে জানায় সবাই বিদায় সম্ভাসন ।
কে যে চালায় আধিপত্য এই মহান বিশ্বমাঝারে ,
বাঁচা মরার প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বে কে জেতে কে হারে ।
জীবনের আধিপত্য চলে ততক্ষণ যতক্ ণ সুস্থ থাকে দেহ ,
সুযোগ এলেই মরণ এগিয়ে আসে বুঝেতে না পারে কেহ ।
মৃত্যু কহে বেঁচে থাকার কেন কর মিছে অহংকার ,
মরনের নিকট জনম চিরকাল যুগে যুগে মানে হার ।
অনাদি অনন্তকাল জীবন মরণের কাছে মানে পরাজয় ,
আজকি করে জীবন জিতে যাবে তাও কি কখনো হয় ।
*******************
রাত্রি - ৯ : ৩৩ মিনিট ।
০২ / ০৬ / ২৪ রবিবার ।
কোলকাতা ।