ও জোনাকি কি আনন্দে মেলেছো দুটি ডানা ,
গাছে ডালে উড়ে বেড়াও কেউ করেনি মানা ।
আলো জ্বেলে দেখাও তুমি তোমার নিশানা ,
সবাই জানতে পারে জোনাই তোমার ঠিকানা ।

ঝালমল জ্বাল আলো জোনাকিরা দেয় আলো ,
গাছের পাতায় ডালে আঁধাররাতে আলো জ্বালো ।
পলাশ কিংশুকে জ্বালো আলো প্রনয় ফাগুন এলো ,
দ্বারেতে দাঁড়ায়ে বসন্তের রঙে বুঝি ফাগুন রাঙালো ।

ফানুস যেমন উড়ে যায় আকাশে আঁধার রাতে ,
উড়ে চলে নিরুদ্দেশে কোন অজানায় সীমান্তে ।
তেমনি আলো দাও গাছে গাছে আঁধার রাতে ,
রাতের কুয়াশা যেন অশ্রুবারি হয়ে ঝরে তাতে  ।

নব নিত্য কত ভাবনা কবে ঘুচবে দুঃখের বেদনা ,
কবে আসবে সুদিন যেদিন ঘুচবে তোমার যন্ত্রনা  ।
কবি মন আনমন জানিনা কি চায় কেউ জানেনা  ,
পলাশ কিংশুকে হারিয়ে যায় কখন কেউ বোঝেনা ।

প্রকৃতির দান একি অপরূপ মনে মনে তাই ভাবি ,
বসন্তে মিলন তিথি বুঝি আভাসে ওই রাঙালো কি ।
আঁধারে ফানুস উড়ে বসন্তে মন উড়ে পরিণয় লাগি ,
এলো যে ফাগুন মিলন পিয়াসি মন অপেক্ষায় থাকি ।

বিকাল -৪ : ০০ টা।
১১ / ১২ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।

                    ************