আকাশ যখন ছাইবে মেঘে
             পড়বে বৃষ্টি থমকে থেকে  ,
বইবে বাতাস প্রবল বেগে
             আসবে মেঘ তাইনা দেখে ।
ঝোড়ো হাওয়া হারিয়ে গেলো
               বইছেনা আর এলো মেলো ,
বৃষ্টির মেঘ পালিয়ে গেলো
                  বৃষ্টিধারা কইবা দিলো ।
জৈষ্ঠ্য মাসে জামাই ষষ্টি
                   একধারাও না এলো বৃষ্টি ,
গরমেতে ঘামে সৃষ্টি
                  এই গরমে অনাকৃষ্টি ।
জৈষ্ঠ্য মাসে মিষ্ট ফল
                   খেয়ে গায়ে বাড়ে বল ,
তৃপ্তিতে ভরে মনোবল
                 আম কাঁঠাল লিচু সকল ।

জৈষ্ঠ্যে ফল মিষ্টি বেশী
             ফলাহারে মন যে খুশী ,
ফল খেতে মন পিয়াসী
                জাম খেজুর আরো স-রসি ।
জৈষ্ঠ্যেতে  কই এলো বৃষ্টি
                 এ  কেবলই অনাসৃষ্টি ,
সবুজ সোনায় নেই কৃষ্টি
                ধূ ধূ মরু যেথা দৃষ্টি ।
আকাশ পথে বাতাস
              শুধু পাঠায় অভিমান ,
বৃষ্টি এসে সৃস্টি বাঁচায়
              এই যে তার অবদান  ।
    
     *******************
সকাল - ১০ : ১০ মিনিট !
১১ / ০৬ / ২৩ রবিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !