আকাশ পথে মেঘ বালিকা
                  দল বেঁধে যে যায় ,
কোন পথেতে আসলে পরে
                  বৃষ্টি নামে এই ধরায় ।
জৈষ্ঠ্য মাসে কষ্ট কেবল
               কাঠ ফাট্টা ধূ ধূ রোদ ,
গরমে হাঁসফাঁস
               নাই আমোদ প্রমোদ ।

জৈষ্ঠ্যেতে দারুন গরম
            নেইকো যেন লজ্জা শরম ,
হয়না ঝড় বাতাস গরম
            লু-তে দেহ পুড়ছে যেমন ।
হাঁপ ধরেছে নিত্য জীবন
            আহারে রুচি নেই তেমন ,
বেঁচে থাকা শুধুই এখন
            ঠান্ডা সদাই খুঁজে সারাক্ষণ ।

পাখ পক্ষীর নেইকো দেখা
             গাছের ডালেও দেখি ফাঁকা ,
কুকুর গুলোও একা একা
             ধূলোর 'পরে যায়না দেখা ।
চাতকেরা না উড়ে আকাশে
               ধুঁকছে বক নদীচরে বসে ,
জল শুকিয়ে জৈষ্ঠমাসে
                কি বিভৎস দৃশ্য যে সে ।

   *********************
সকাল - ১০ : ১০ মিনিট !
১১ / ০৬ / ২৩ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !