জন্মদিনের শুভেচ্ছা
জন্মদিনে কি আর কি আর দেব তোমায় উপহার ,
এই দিনটি বছর বছর ফিরে আসুক শতবার !
আমার পরমায়ু নিয়ে হও তুমি আয়ুষ্মান ,
আমার যত পরমায়ু আমি তোমায় দিলাম !
তুই যে আমার নয়নমনি আমার বুকের ধন ,
তোকে বুকে জড়িয়ে আমার জুড়ায় জীবন !
নিমেষে তোরে না হেরিলে দেখি যে আঁধার ,
তুই যে আমার বুকের পাঁজর বিধাতার শ্রেষ্ঠ উপহার !
তুই যখন আমার বুকে এলি
আনন্দে ভুবন উঠলো ভরে ,
আমার কোল আলো করে তুই এলি ওরে !
স্বর্গ হতে দেব দেবীরা আশীর্বাদ করে তোর শিরোপরে ,
হিমেল হাওয়ার স্পর্শ পেয়ে হিমেল গোলাপ পড়ে ঝরে !
দেবতার এই আশীর্বাদ নিয়ে শিরোপরে ,
কর্মময় জীবন পথ হোক মসৃন তোর ওরে !
ছিলিরে তুই মায়ের বুকে কর্ম জীবনে থাকিস সুখে ,
বিদেশে তুই থাকিস যেরে মা আশা বাঁধে বুকে !
বিদেশে তুই থাকিস ভালো মা 'র আশীর্বাদ সঙ্গে রইলো ,
তোর সুখ শান্তি আনন্দ দেখলে মায়ের যে লাগে ভালো !
***********
রাত্রি - ৭ : ০৫ মিনিট !
০২ / ১১ / ২৩ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !