জীবন মরন দুই ভাই থাকে একসাথে ,
জন্মের পরই মৃত্যু তাকে এসে দেখে !

যখন ভ্রূণ জন্ম নেয় মাতৃ জঠরে ,
সাথে সাথে মৃত্যু ঘুরে চারিধারে !

মৃত্যু না ছেড়ে যায় জন্মের ক্ষণ ও ,
জীবন  মরন বন্ধু তারা সতত জানিও !

এপাড়েতে জীবন ,তখন মৃত্যু ওপারে থাকে অপেক্ষায় ,
দুই পারে দুইজনা থাকে তবুও থাকে অপরের আশায় !

জন্মিলেই মরন তার থাকে পিছে পিছে ,
দূরে থেকেও জনম মরন একসাথে থাকে !

কখন জনম আর কখন যে মরন থাকে লেখা ,
সময় এলেই হয় তাদের একসাথে দেখা !

জনম যখনি হয় মরন সাথে সাথে রয় ,
জীবন মৃত্যু দুয়ে মাইল মিশে একাকার হয় !

জীবন্ত দেহে থাকে শ্বাস প্রশ্বাস ততক্ষন ,
মরন  পশিলে দেহে জীবন ছেড়ে তখন !

জীবন মৃত্যু এক দেহে করে বিচরণ ,
জীবন দেহ ছেড়ে গেলে মরন হয় তখন !
  
      *************
বিকেল - ৪ : ০০ টা
১৯ / ০৮ / ২৩ শনিবার !
ইঞ্চনাও = সুইজারল্যান্ড (ইউরোপ )