মাতৃজঠর হতে জন্ম নিলাম যেদিন ভূমি পরে ,
তিল তিল করে বড় হইলাম আমি মাতৃক্রোড়ে ।
কৈশোরেতে খেলাধুলা করি আমি জন্মভূমি'পরে ,
যৌবনে সংগ্রাময় জীবন কর্তব্য দায়িত্ব সবার উপরে ।

বার্ধক্যে ধর্ম কর্ম সংসারের দায়িত্ব সন্তানদের উপরে ,
সংসারের কর্তব্য দায়িত্ব পালন সন্তানেরা পালন করে ।
তাদের সংসার পালন মাতা পিতার দায়িত্ব মাথার উপরে ,
সন্তানের মানুষ করা মাতা পিতার দেখভাল সন্তানেই করে ।

নিজের ধর্মকর্ম যতকিছুই করি পালন মাগো জন্মভূমি আমার ,
তোমার উপরে লভিয়ে জন্ম যেন ফিরে আসি হেথায় বার বার ।
জননী জন্মভূমি আমার তুমি মাগো স্বর্গাৎ অপি গরিয়সী সবার ,
যতই ভালোবাসি তোমায় তবুও মন চায় ভালোবাসি বার বার ।

কতই না ভালোবাসি মাগো বার বার  জিঙ্গাসি মাগো তোমায় ,
মনেহয় বুকেতে জড়িয়ে ধরে মন মোর ভরিয়ে দাও তুমি চুমায় ।
আমারে খুশি দেখলে পরে মনেহয় তোমার মনে কতই খুশি হয় ,
অনুভবে আনন্দ আমার মাগো কতই না তুমি খুশি আনন্দ  পাও ।

আমার দুঃখ কষ্ট দেখলে পরে তুমি মাগো কতইনা দুঃখ কষ্ট পাও ,
দুই নয়নের বারিধারায় মাগো তুমি কেঁদে তোমার বক্ষস্থল ভাসাও ।
স্নেহভরে বারংবার শুধিয়ে মোরে তোমার বক্ষস্থল  কেঁদে ভাসাও ,
মস্তকে রাখো হাত স্নেহমাখা অঞ্চল দিয়ে স্নেহাচল মাথে বুলাও ।

                             ***********
রাত্রি - ৮  :  ১৯ মিনিট ।
১৫ / ১১ / ২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।