জেলেনীর মাছের গন্ধ ছাড়া ঘুম আসেনা চোখে ,
তাইতো মাছের ডালা মাথার কাছে রেখে ঘুমিয়ে থাকে !
ধনীরা না করে হত দরিদ্র মানুষের কষ্ট আনুভব ,
তাই তাদের কাছে যতটুকু যা আছে বাগিয়ে নেওয়ার মতলব !

ধনীজন তাদের না থাকে ধর্ম অধর্ম জ্ঞান ,
শুধু লুটে পুট করে হরে হর্মে কি আছে নেবে সুযোগ যখন !
একের পাপ পুন্য অন্যের উপর চাপিয়ে হয় মহাজন ,
গর্হিত অকর্ম কুকর্ম সদা সর্বদাই করে সারাক্ষন !

পুরুষ মানুষ সর্বদাই ব্যক্তিত্ত্ব সম্পন্ন পুরুষসিংহ হয় ,
এই ভাবাবেগের কোন কিছুই অন্যথা ব্যতিক্রম তো নয় !
সকল পুরুষ আকারেই পুরুষ কেউ কেউ পুরুষত্বে পুরুষ না হয় ,
কেউ করে নারীকে সম্মান আবার কেউ পুতুলের ন্যায় কয়!

জাগো জাগো নিপীড়িত মাজননী ভগিনীর দল ,
জাগাও জাগিয়ে তোলো তোমাদের চেতনা কেবল !
ছিনিয়ে নাও অধিকার দূরকরে ভয় আন মনোবল ,
ঘুচাও দুর্বলতা জাগিয়ে তোলো মনের অনল  !

ধনী আর দরিদ্রদের কখনো হয়না মিত্রতা ,
যুগে যুগে এটাই ধর্ম পরষ্পর থাকে শত্রুতা  !
বদবুদ্ধি যাদের তাদের সুবুদ্ধি কখনো না হয় ,
অপরের ক্ষয় ক্ষতি আসক্তি সদাই মনে রয় !
     ***********
রাত্রি - ৮ : ১০ মিনিট !
১৮ / ০৬/ ২৪ মঙ্গলবার !
কোলকাতা !