জাগো মা জননী দশপ্রহরনধারিনী ,
জাগো অশুভনাশিনী বিঘ্নবিনাশিনী  ।
তুমি জাগো দনুজদলনী অসুরবিনাশিনী ,
জাগো করালবদনা জাগো দানবদলনী  ।

ভীমাভয়ঙ্করী তুমি জাগো মা ভৈরবীনারী  ,
জাগো ভীষণদশনা রক্ত ললনা চামুন্ডারূপিনী।
জাগো দুষ্টদমনা বিকটদশনা ভৈরব প্যারী  ,
জাগো জননী ভগিনী জায়া কন্যা ভারতের নারী !

যে গর্ভে ধরিলে কুলাঙ্গার সন্তানে তোমারি ,
সেই নরাধম তোমার ইজ্জত নিয়েছে হরণ করি   ।
জেগে ওঠো গর্জে ওঠো তুমি হাতে মৃত্যুদন্ড ধরি ,
বিনাশ কর সংহার সংহার সেই দুষ্ট দানবের ই  ।

টান মেরে ছিঁড়ে ফেল লোলুপ কামনা তাদেরই,
দুষমন কুলাঙ্গারে দাও ভদ্র মুখোশ খুলে পিশাচেরী ।
ভদ্রবেশে বেড়ায় ঘুরে নরপশুর দল মানুষরূপ ধারী  ,
মানুষ নয়তো তারা বেহুঁশ হয়ে পৈশাচিক নৃত্য করি  ।

জাগো মাতা বিনাশ কর সেই নরপশু দৈত্য দানবেরই  ,
তারা দিবালোকে ভদ্রমুখোশ পরে আঁধারে কূ আচারি  ।
মানুষ মুখোশ ধারী মানবাকার ধরে ঘুরে চারিধার ই ,
তারাই নাকি সতি মায়ের অসৎ সন্তান দল ধর্ষণকারী।
        *********
রাত্রি - ১০ : ৫২ মিনিট !
২৬ / ০৮ /২৪ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !