জয় জয় জগন্নাথ নন্দের নন্দন ,
কৃপা কর জীবে তুমি মদনমোহন ।
গোকুল ছাড়ি তুমি এলে ব্রজপুরে ,
দুষ্টের দমন হেতু কংস ধ্বংস তরে ।

জগতের পতি তুমি প্রভু জগন্নাথ ,
তুমি কৃপা না করিলে হয় প্রাণপাত ।
জলে স্থলে খেচরে তুমি সর্ব চরাচর ,
তুলনা না হয় দেব তোমারি  কৃপার ।

তুমি আছো জলে স্থলে অনলে অনিলে ,
তুমি থাক সর্বস্থলে অসীমে অতলে   ।
তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি কালজয় ,
তোমার মহিমা প্রভু দুর্বোধ্য দুর্জয়  ।

জগতের পতি তুমি অনাথের নাথ ,
তোমার শ্রীচরণ কমলে করি প্রনিপাত ।
অবস্থান কর প্রভু  নিত্য পুরীধামে ,
ভ্রাতা ভগিনী তিন জন কৃষ্ণ বলরাম সুভদ্রা নামে ।

তোমার মহিমা বিদিত বিশ্বচরাচর ,
অধর্মের বিনাশ হেতু ধর্ম স্থাপন কর ।
তুমি আদি তুমিই অন্ত তুমি দয়াময় ,
অসীম দয়ার তোমার তুলনা না হয় ।

  *******************
রাত্রি - ৮ : ৪৫ মিনিট !
২২ / ০৬ / ২৩ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর =মেদিনীপুর ।