হারিয়ে গেছে দিনগুলি সব কোন অজানার দেশে ,
আসবেনা সেই দিনগুলি সব আবার ভালোবেসে ।
উড়বেনা আর হলুদ পাখী নকশাআঁকা ডানাদুটি মেলে ,
সোনা রোদ্রে উড়বে না সে নীল আকাশের ওই কোলে ।
প্রভাত বেলায় জাগায়না সেই ঘুম ভাঙ্গানো হলুদ পাখী ,
ভোর না হতেই উঠেনা আর কিছিরমিচির রবে ডাকি ।
মনের মাঝে সংগোপনে সেই পাখিটা দিচ্ছে যেন উঁকি ,
ভোর বেলায় জানালার পাশে বসে বলেনা আর ওঠোদেখি ।
ভালোই হলো মনের মাঝে সেই হলুদ পাখি আর ডাকেনা ,
গোপনে সে উড়ে এসে দেখে দেখে আর ঘুম সে ভাঙ্গায় না ।
গোপনে সে চুপিসারে আদর করে মনের মধ্যে ধরে রাখি না ,
মনটা খারাপ হলে তারে মিথ্যে হেসে নাম ধরে তারে ডাকিনা ।
আয়না পাখী আর একটিবার বোস জানালার এই পাশে ,
দেখতে তোরে মন যে খুঁজে বেড়ায় বাইরে যেথায় বসে ।
মন আমার কেমন করে দেখতে তোরে মনে বড় আশে ,
কোথায় যে তুই পালিয়ে গেলি আয় বোস জানালা পাশে ।
হারানো দিনগুলির মতো হারিয়ে গেলি তুইও অবশেষে ,
আয়না তোরে নয়ন ভরে দেখি একবার নয়ন যে পিয়াসে ।
ফিরে কি তুই আসবিনা আর উড়ে গেলি কোন দূরে দেশে ,
মনে কি তোর পড়েনা রে যেদিন গুলি হারিয়ে গেল অক্লেশে ।
*************
রাত্রি - ৯ : ১০ মিনিট।
২০ / ১১ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।