যদি ইচ্ছে মতো বয়েসটাকে
কমিয়ে নেওয়া যেতো  ,
তবে নুতন করে জীবনটাকে
গুছিয়ে নিতাম মনের মতো  ।

মনের মতো বাড়ি করতাম -
দামি দামি গাড়ি কিনতাম  ,
যখনি যেটা ভালো দেখতাম  -
সাথে সাথেই কিনে  নিতাম  ।

প্রচুর টাকার মালিক হোলে -
দিতো সবাই দেখে  সম্মান ,
চরিত্রটা যেমনই  হোকনা -
টাকাই হয় জীবনে মূলবান   ।

যখন যা খুশি তাইই করতাম  -
যখন যেথায় খুশি তথা যেতাম  ,
কেউই মানা করতোনাকো আমায়  -
দেখা হলে করতো আমায় সেলাম  ।

যখন যা খুশি মনে এলেই বলি  -
অন্যথা হোত না আসতো তড়ি ঘড়ি ,
যখনই ডাক দিতাম তখনোই -
সবে দৌড়ে আসতো তাড়াতাড়ি  ।

      ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
দুপুর -  ২ : ১৭  মিনিট   ।
০৪/০৩/২৫ মঙ্গলবার    ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।