ইচ্ছা যখন মনের মাঝে মারে এসে উঁকি ,
তখনিই সেই হয় ইচ্ছাপূরণ কোন না নিয়ে ঝুঁকি ।
আলাউদ্দিন প্রদীপের দৈত্শয ঘষলে হাজি র হয়ে ,
মনের মাঝে যখনিই যা ইচ্ছা তখনি তা পূরণ হয় ।

মনের যখন যা ইচ্ছা করে তখন তারে ডাকলে পরে ,
ম্যাজিক করে দৈত্যমশায় তৎক্ষনাৎ তাই হাজির করে ।
দন্ডখানেক নেয়না সময়  চোখের পলক না পড়ার অগ্রে ,
দৈত্যমশায় হাজির করে মনের ইচ্ছা তখনই পূরণ করে ।

দৈত্য বলে হাজির হুজুর বলেন যা যা আদেশ হয় ,
এক্ষুনি হাজির করবো আপনার সম্মুখে তাহা মহাশয় ।
বলুন কি চাই গাড়ী বাড়ী শাড়ী খাবার দাবার গয়না কড়ি ,
সবই হবে হাজির এক্ষুনি সম্মুখে আপনার দালান বাড়ী ।

হুকুম তামিল করার জন্য সদাই হবে হাজির বান্দা ,
কি প্রয়োজন করুন হুকুম আনতে বিলম্ব হবেনা তা' ।
সোনা দানা মণি মুক্তো রূপোর থালায় সব গহনা ,
শীঘ্রই করবো হাজির সম্মুখে আপনার বিলম্ব হবেনা ।

হীরাতে মোড়া অট্টালিকা সোনাতে মোড়া গাড়ী ,
মুক্তোয় মোড়া হবে দালান আর উঠান বসত বাড়ী ।

       **********************
সন্ধ্যা - ৫ : ১৫মিনিট ।
১৯ / ১১ / ২৩ রবিবার ।
কোলকাতা ।