যার অঙ্গুলি হেলনে চলে বিশ্বচরাচর ,
মানুষ শুধু মাত্র তাঁরই অনুগত অনুচর।
তিনিই চালনা করেন মানুষ্য জীবন ,
ধর্ম নয় কর্মই বড় "গীতার বচন "।
এই ধরাপরে যেমন কর্ম করে যেজন ,
কর্ম যেমন করে ফল পায় তেমন ।
ইছামৃত্যু কেউ যদি কখনো করে বরণ ,
ইচ্ছার মৃত্যু হয় দেহের তার হয়না মরণ ।
মহাভারতের ভীষ্ম করেন শরশজ্জ্যায় শয়ন ,
তখন তিনি করেন স্বইচ্ছায় মৃত্যুকে বরণ ।
কেউই সৎ ও সত্যি পথে থাকে সারাজীবন ,
সৎ চিন্তা ভাবনা তার শুভফল পায় সারাক্ষন ।
কেউ হাসে কেউই কাঁদে এই জগৎ মাঝারে ,
আজ যে আসে কাল যাবেনা কেউ বলতে পারে ?
এসেছে যখন যেতেই হবে দুদিন আগে কিংবা পরে ,
এতো আশা ভালোবাসা সবই হারাবে নিমেষে সেরে ।
প্রেম সাগরে প্রেমিক হাসে সবে আনন্দেতে মেতে ,
প্রেমে যখন পড়ে ভাটা তখন ছটপট করে যন্ত্রনাতে ।
**************
সন্ধ্যা - ৭ : ৫৭ মিনিট ।
০৫ / ১২ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।