ইচ্ছে মত ইচ্ছে ঘুড়ি যাচ্ছে যেথায় সেথায়  উড়ি ,
তার মহিমা বুঝতে নারী হেথায় হোথায় খুঁজে মরি ।
ইচ্ছে ঘুড়ি যাচ্ছে উড়ি কোথায় কোথায়  বুঝতে নারি ,
কার এতো সাধ্যি যে তার নাগাল ধরতে  পারি ।

যেথায় যখন ইচ্ছে করে সেথায় উড়ে যায় ,
ইচ্ছামত ইচ্ছা যে তার সেখানে ঘুরে বেড়ায় ।
লাগাম বিহীন ইচ্ছে ঘুড়ি উড়ে যথায় তথায় ,
যদি লাগাম লাগাতে যাই ছিঁড়ে সে পালায় ।

ইচ্ছে ঘুড়ি যাচ্ছে উড়ি সূয্যিমামার কাছে ,
আবার ইচ্ছে করে  দিচ্ছে ডুব সমুদ্রের মাঝে ।
ইচ্ছে মত এক করেছে স্বর্গ মর্ত পাতাল সে যে ,
ইচ্ছে হলেই যাচ্ছে উড়ে বনে গ্রামে গঞ্জ মাঝে ।

দেশে বিদেশে শহরে নগরে চন্দ্রে পর্বত শিখরে ,
কখন  দেখি চন্দ্রযানে পথে ঘাটে বসত প্রান্তরে ।
সাগর সেঁচে মুক্তো তুলে ডুব দিয়ে সাগর জলে ,
ভাটিয়ালী গান গেয়ে সে বৈঠা বায় গাঙ্গের কুলে ।

আবার পিঠে চুল এলিয়ে তুলসী তলে প্রদীপ জ্বেলে ,
মায়ের কোলে সোহাগ ভরে চুমু দেয় তার কপোলে ।
         *************
সন্ধ্যা - ৬ : ৫৩ মিনিট !
১৪ / ০৯ / ২৩ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !