ভুল করে যে ভুলে গিয়ে
ভুলের মালা গাঁথি ,
তাইতো কেবল ভুলে গিয়েই
জাগি সারারাতি ।
যখনই ভাবি করবোনা ভুল
তখনই যাই ভুলে ,
ভুল করে ফুল তুলতে গিয়ে
শামুক কুড়াই জলে ।
ভুলে গিয়ে শাঁখকে শামুক বলি
আবার শামুককে বলি শাঁখ ,
শাঁখ ভেবে ঝিনুক কুড়াই
মনে লাগে সবার তাক ।
ঘিয়ের বাতি জ্বালতে গিয়ে
জ্বালি মোমের বাতি ,
ঘুমোতে গিয়ে ভুল করে
জাগি সারাটা রাতি ।
জীবনটাই যে ভুলে ভরা
হিসেব মিলেনা যে ,
হিসেব মিলাতে গিয়ে
শূন্য হিসাব আসে।
**********
রাত্রি - ৯ : ২২ মিনিট !
২০/ ০২ / ২৪ মিনিট !
কোলকাতা !