যার প্রবৃত্তি যেমন হিংসায় ভরা মন ,
নিজের ক্ষতি হলেও চায় অপরের নিধন।
পরহিতে নাই চিন্তা ভাবনা কোন কৃজ কাম ,
শুধুই পরচর্চা পরনিন্দা সমালোচনা বদনাম ।

স্বর্গ  মর্ত্য পাতালপুরী  এই তিন ভূবন ,
তিন ভূবনেই হিংসার বীজ সদা হয় বপন ।
স্বর্গধামে কে করবে  সিংহাসনে উপবেশন ,
কে করবে স্বর্গরাজ্য শাসন ও পরিচালন ।

এই নিয়ে হয় মহা সমস্যার উদ্ভাবন ,
এরই মধ্যে করে অসুরেরা স্বর্গরাজ্য
আক্রমণ ।
অসুরদের আক্রমণ দেবতাদের দ্বন্দ্বের কারণ ,
দেবতাদের হিংসার কারণ তাদর সিংহাসন ।

সর্বত্রই ধ্বংস হয় ক্রোধের হিংসার কারণ ,
হিংসার ফল স্বরূপ পরিনতি হয় বিভাজন ।
হিংসায় জীবন সংশয় শত্রুতা মনান্তরের কারণ ,
হিংসায় হয় সম্পত্তি টুকরো টুকরো প্রাণ নিধন ।

হিংসার শেষ পরিনতি সম্পর্ক আত্মীয়তা ছেদন ,
যে যার সে তার বিপদে সম্পদে নাই কারো দর্শন ।
হিংসাই ভাতৃবারোধ হয় জীবন হানি শত্রুতা সাধন ,
হিংসায় দেশ ছাড়া বসতবাটী ছাড়া শত্রুর বর্ধন ।

          ****************
বেলা - ১১ : ২৩ মিনিট ।
১৭ / ০৫ /২৪ শুক্রবার ।
কোলকাতা ।