এসো এসো হে নবীন তোমারে জানাই সম্ভাষণ ,
বিদায়বেলার সময় এলো বিদায় জানাই পুরাতন ।
নব নব রূপে জাগাও মনে নব আনন্দের শিহরণ ,
ধুয়ে যাক মুছে যাক ভুলে যাক যত পুরানো অঘটন ।
নবীনের আগমনে নবীন হয়ে জাগুক সবার প্রাণ মন ,
নব নব হিল্লোলে জাগুক সবাই নবীন মনের সচেতন ।
মঙ্গল ঘট ভরে আনো ওহে নবীন তোমারে করি বরণ ,
নবীন আশায় নবীন ভরসায় নিয়ে জাগুক বিশ্বভূবন ।
মঙ্গলদ্বীপ জ্বেলে এসো হে নবীন কর নব উন্মোচন ,
মলিনতা মনের কালিমা ঘুচিয়ে দিক তব আগমন ।
নবীন রূপে নবীন সাজে এসোহে তোমায় করি বরণ ,
তোমার আগমনে নবীন রূপে জাগুক সবার হৃদয় মন ।
মুছে যাক যত দুঃখ কষ্ট গ্লানি জ্বরা তাপ শোক ব্যাধি ,
উৎফুল্লতা পবিত্রতা নিয়ে এসো হে নববর্ষের নবসূচি ।
বাজাও তোমার মঙ্গলশঙ্খ দূর করে দাও সব কালিমা ,
দূর করে দাও কুজঝটিকাময় মায়াময় মনের সব অমা ।
ভুলে যাক সব দুঃখ পুরাতন স্মৃতি জাগাও আনন্দ গীতি ,
মুছিয়ে দাও যত বিবাদ বিসংবাদ জাগুক ভালোবাসার প্রীতি ।
*************
সকাল - ১০ : ৩২ মিনিট ।
২৯ / ১২ / ২৪ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।