হাসি কান্না পাশা পাশি
বুকের মাঝে বেড়ায় আসি ,
কান্না যখন বুকের ভেতর পশে
হাসি তখন বাজায় বাঁশি ।
মিষ্টি হাসি মুখে আসি
দুর করে দেয় দুঃখ রাশি ,
দুঃখের ভিতর এসে হাসি
মনকে করে দেয় যে খুশি ।
কান্না বসে শিরালায় ভাবে
আমায় কেউ চায়না ভবে ,
তাতেই আমার দুঃখ যে হবে
তাই দুচোখ জলে ভিজবে ।
আনন্দে আনন্দাশ্রু ঝরে
চোখের কোনে অশ্রু পড়ে ।
হাসিতে তখন মুক্তো ঝরে
মনময়ূরী তখন পেখম তোলে ।
কান্নারে তুই কখন আনন্দ
আবার কখন নিরানন্দ ।
মনে যখন জাগে চির বসন্ত
তখন কাঁদিয়ে তুই দিস আনন্দ ।
কান্নারে তোর মহিমা বুঝা দায়
থাকিসরে তুই দুঃখের সাথেই
আবার আনন্দে বুক ভেসে যায় ।
☆☆☆☆☆☆☆☆☆☆
রাত্রি - ৮ : ৩২ মিনিট ।
১৩ / ০৩ /২৪ বুধবার ।
কোলকাতা ।