হারিয়ে গেল মনটা আমার  
               হারিয়ে গেল সেই যে  ,
সারা দেশে খুঁজে বেড়াই
               পাইনা যে তারে খুঁজে  ।

হারিয়ে গেছে রাত্রি জেগে যাত্রাপালা দেখা
          হারিয়ে গেছে উঠানে বসে বেগুন পোড়ামুড়ি মাখা ।
হারিয়ে গেছে রাত্রিবেলা কেরোসিনের বাতি  ,
                       হারিয়ে গেল ছোট্ট বেলায় খেলার সাথী ।

হারিয়ে গেছে বিকেলে কুমির ডাঙ্গা খেলা ,
          হারিয়ে গেছে গল্প শোনা বসে সন্ধ্যা বেলা  ।
হারিয়ে গেল বালক সংগীতের যাত্রা পালা  ,
            হারিয়ে গেছে রামায়নে সীতাহরণ গল্প বলা ।

হারিয়ে গেল পৌষসংক্রান্তিতে ভোরবেলার স্নান ,
                           হারিয়ে গেল ভদ্রমাসে সেই ভাদু গান  ।
হারিয়ে গেলো ভাদ্র মাসে তালে পিঠের ধুমধাম ,
                 হারিয়ে গেল আশ্বিনের ভোরে রেডিওতে মহালয়ার গান  ।

হারিয়ে গেল দিনগুলো সব  ,
                        আসবেনা কখনো আর ফিরে ,
অতীত দিনের অতীত কথা  ,
                         স্মৃতিপটে  কেঁদে কেঁদে মরে  ।

                   ****************
বিকাল   - ৩ : ৫৮  মিনিট ।
১৭ / ১২ / ২৪ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।