হারিয়ে গেল কত আপনজন ,
       হারিয়ে গেল  শৈশব কৈশোর যৌবন ।
হারিয়ে গেল মোর অতীত জীবন ,
        হারিয়ে গেল সেই আনন্দ নিকেতন।

হারিয়ে গেল কত আত্মীয় স্বজন ,
           হারিয়ে গেল সেই দিনে পুরাতন ।
হারিয়ে গেল ছোটবেলার সাথী গন ,
            হারিয়ে গেল খেলার মাঠ প্রাঙ্গন ।

হারিয়ে ফেলেছি সেই শিশু মন ,
         হারিয়ে গেল সেই বিদ্যালয় জীবন ।
হারিয়ে গেল মায়ের বকুনি শ্বাসন ,
            হারিয়ে গেল সেই উৎসব পার্বন ।

হারিয়ে গেছে সেই সহজ সরল জীবন ,
              হারিয়ে গেছেন মাতা পিতা গুরুজন ।
হারিয়ে গেল একসাথে বনভোজন ,
            হারিয়ে গেল পৌষে পিঠেপুলি পার্বন ।

হারিয়ে গেল সেই অরন্য সম্পদ ,
               হারিয়ে গিয়েছে পশু পক্ষী মেঠোপথ  ।
হারিয়েছি পাড়ায় পাড়ায় নাম সংকীর্তন ,
              হারিয়ে গেলো সেই গ্রাম বাংলার গান ।

                  ****************
বিকাল - ৪ : ১০ মিনিট ।
১৬ / ১২ /২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।