কোথায় তুমি হারিয়ে গেলে মাগো আমার ,
সকলস্থানে খুঁজে বেড়াই পাইনা দেখা তোমার ।
চারিদিকেতে খুঁজে বেড়াই কোথায় তুমি আছো ?
আকাশে তারাদের মিছিলে কি তারা হয়ে গেছো ?
তারাদের মাঝে খুঁজি দেখতে না পাই মা তোমায় ,
কোন তারাদের মধ্যে তুমি লুকিয়ে আছো কোথায় ।
কোনখানে মা হারিয়ে গেলে আমায় একাকি ফেলে ,
কার কাছে মা আমায় রেখে কোথায় তুমি গেলে চলে ।
কত শান্তি সুখ কত স্নেহ মমতা মাখা আমার মাতৃ বুক ,
ঐ বুকেতে রাখলে মাথা ভুলিয়ে দেয় সকল কষ্ট দুঃখ ।
মা যে আমার আশ্রয়দাতা সবচেয়ে আমার বড় ক্ষমতা ,
মায়েই কাছে গেলেই দূর হয়ে যায় সকল বিপদ বাধা ।
মা মানেই একবুক মমতা মাখা শান্তির ভালোবাসা ,
মা মানে একমাত্র নিরাপদ আশ্রয় নিশ্চিন্ত আশা ভরসা ।
মাযে আমার একমাত্র বাঁচার অক্সিজেন সব সুখ আশা ,
যত দুঃখ কষ্ট দূর হয়ে যায় পেলে মায়ের ভালোবাসা ।
মায়ের মুখে দেখলে হাসি যত দুঃখ কষ্ট দূর হয়ে যায় ,
মায়েই আমার সুখের আধার মা'র হাসিতে মন ভরে যায় ।
❤❤❤❤❤❤❤❤❤❤❤ আজ বিশ্ব মাতৃদিবসের প্রাক্কালে মাকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন !
দুপুর -১২ : ২৫ মিনিট !
১২ / ০৫ / ২৪ রবিবার ।
কোলকাতা ।