সুখ সুখ করে ঘুরে বেড়ায় ,
সুখ এসে ধরা নাই দেয় ।
শ্রমের মূল্যে সুখ হয় তায় ,
শ্রম করলেই সুখ ধরা দেয় ।
সুখে জন্য যতটুকু শ্রম,
সুখ হয় মাত্র অনুক্ষণ ।
শ্রম কর ধরে সারাজীবন ,
সুখে থাকবে তুমি আজীবন ।
শৈশব জীবন হেসে খেলে কাটে ,
কৈশরে মনযোগ দাও পঠন পাঠে ।
যৌবনেতে সংসারের দায় মস্তকেতে ,
বার্দ্ধক্যে মতি রেখো শুদ্ধচিত্তে ।
দায়িত্বপূর্ণ জীবন অতি সুখময় ,
কর্তব্য নিত্য কাটে ব্যাস্ততাসয় ।
কর্তব্য কর্মে রত যদি জীবন হয় ,
সবার সুনজরে সেথাকে সুনিশ্চয় ।
সংসারের সার কথা কর্তব্যপরায়ন ,
বিবেক বিবেচনায় রত থাকে যেইজন ।
সবার প্রিয় সে ভালোবাসা পায় প্রতিক্ষণ ,
তাই কর্তব্য কর্ম কর সদা হও বিবেচন ।
*****************
রাত্রি - ৮ : ৪৫ মিনিট ।
০৪ / ০৪ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।