নেতারা বর্তমান দেশের শাসন কর্তা ,
তারাই দেশের হর্তা কর্তা বিধাতা ।
তারা কারে করে রাজা ধিরাজ উজির ,
কারেও বা করে প্রয়োজনে সাজায় ফকির ।

ইচ্ছা হ'লে কখনো কারে করে ভীক্ষারী ,
কার্য্য উদ্ধারে অভিনয়ে সাজায় লক্ষ্যে শীকারি ।
আবার কারে দেয় নেতৃত্ব করার আশ্বাস ,
কখনো কার্য্য উদ্ধারে তারে করে বিশ্বাস ।

লক্ষ্যভেদে যখন পৌঁছে শীকারির দল ,
তখন কোথায় আশ্বাস কোথায় বিশ্বাস দেয় লোটা কম্বল !
অযোগ্যের হাতে যদি যায় শাসনের ক্ষমতা ,
শাসনের ক্ষমতা পেলে হাতে কাটে মাথা  !

যদি সপক্ষে থাকে আবার দল তারি  ,
তার মাটিতে পড়েনা পা হয় পায়া ভারী !
যদি সপক্ষে থাকে তার জনগণ জনমত ,
হা- মা-কা করে মাটিতে হাঁটেনা আদত  !

এই হলো বর্তমান ভোটের নামচা ,
মত নাই জন না থাক টাকার চামচা !
তাই সত্যের অবক্ষয় মিথ্যার হয় জয় ,
এই বর্তমান রীতি নীতি বিশ্বকে করে জয় !
          ************
রাত্রি - ৯ :০০ টা !
০৫/০৪/২৪শুক্রবার !
কোলকাতা !