সবই বুঝে সবই জেনে চালাকির পথে চলে ,
সাধারণত সবাই তাকে জ্ঞান পাপী বলে ।
না জানার বোঝার অভিনয় ঠিক সময়ে দেখিয়ে ,
কার্য উদ্ধার করে সে অন্যের ঘাড়ে বন্ধুক চালিয়ে ।
এইরূপ শিয়ানা ব্যাক্তি কতজন আছে ধরাপরে ,
লজ্জা শরম মান সম্মান বিবেকের ধার না ধারে ।
এই হ্যাংলা মানুষেরা হ্যাংলাপনা করে ঘুরে প্রতি ঘরে ,
বোধবুদ্ধি সম্পন্ন কিন্তু মানবতা বিবেক না স্পর্শে তারে ।
এইরূপ স্বার্থপর খেলোয়াড় দেখিনি জগৎ মাঝারে ,
অপরের শিরোপরে বসে সুখে স্বার্থে খায় নির্বিকারে ।
সেকি প্রকৃত সৎ কী অসৎ ধুরন্ধর অন্তরের ভেতরে ,
একই জিনিস দেখিয়ে বারবার কার্য উদ্ধার সে করে ।
এহেন মানব চরিত্র কীজানি ধরাতলে আছে কতজন ,
ধাপ্পাবাজ শয়তান মুখোশ ধারী কার্য হাসিল যতক্ষণ ।
আপন কার্য উদ্ধার করে দেখলে চিনতে নাপারে সেইজন ,
এইরূপ শয়তান নির্লজ্জ মানুষ কেউ দেখেছো কি কখন ।
এইসব জ্ঞান পাপী আবর্জনা স্বরূপ দেশের প্রতিবন্ধক ,
মিষ্টি স্তোকবাক্য তার যে বিশ্বাস করে হয় বিপদের সম্মুখ ।
*****************
সন্ধ্যা - ৫ : ২০ মিনিট ।
২৩ / ১০ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।