গুন্ডা দলের পান্ডা মশাই আদেশ করেন জারি ,
আন্ডা এনে হাজির করো প্রাতঃরাশ করি ভারী ।
কর্ম ছাড়াই খায় বসে সে গন্ডা কতক আন্ডা ,
সদাই ইচ্ছা পরের ঘাড়ে বন্ধুক রেখে করে ধান্দা ।

ঝোপ বুঝে সে কোপ মারে আন্ডা খায় পেট ভরে ,
মন্ডা মিঠাই ভারে ভারে সামনে এনে হাজির করে ।
বিশাল তাবড় পান্ডামশাই কার সাধ্যি নাড়ে তারে ,
মুখের উপর কথা বলে এই হিম্মৎ কারুর নাইরে ।

মুখের উপর যদি বলে কথা ভাগাবে তৎক্ষনাৎ তা ,
দলের মুনাফা রোজগারটা সবই হবে মূলে হায় বার্তা ।
রোজগার হবে উপায় একটা কিছু হবে ভেবে চিন্তে কথা  ,
পান্ডার বড় লম্বা হাত মুখের কথায় জুটবে কিছু একটা ।

চেলার চেলা বিরাট হুলো তাইতো তার বিরাট নুলো ,
হাতজোড়ে বলে তারে আমায় একটা উপায় বলো ।
দালাল দলেলের পিছু পিছু ঘোরে মোসাহেব দল ও,
হুমকি দিয়ে চুমকি দিয়ে পান্ডা বলে দলের পিছু চলো ।

করবে সুখ ভোগ খাবে রাজভোগ থাকবে চামচে সঙ্গে ,
গাড়ী চড়বে ঘোড়া চড়বে চামচে থাকবে সদাই রঙ্গে ।
ঘোরে সঙ্গে থাকে রঙ্গে মুখে সদাই  বলে জয় মাতঙ্গে ,
নো ভয় নো ভাবনা এসো চলে দলে আমরা আছি সঙ্গে ।

        *************************
সন্ধ্যা - ৫ : ৪০ মিনিট ।
১৯ / ১১ / ২৩ রবিবার ।
কোলকাতা ।