তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি কালজয় ,
জগতে তোমারই প্রভু তুলনা না হয় ।
গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন ,
বংশীধারী রাধাকান্ত মদন মোহন ।
পতিতপাবন হরি তুমি ঠাকুর কানাই ,
দেবচক্রপানী তুমি রাখাল রাজা ভাই ।
ব্রজের জীবন তুমি দর্পহারী নারায়ণ ,
প্রাণপ্রিয় তুমি দেব হরি ভক্ত প্রাণধন ।
লক্ষ্মী নারায়ণ তুমি সত্যের সারথী ,
কাঙ্গালের ঈশর তুমি দেব সৃষ্টি স্থিতি ।
পাষানী উদ্ধার তুমি জগতের হরি ,
পঞ্চমুখে তব নাম গান করেন ত্রিপুরারী ।
শত্রু দমনকারী তুমি নৃসিংহ মুরারী ,
মণি মনোহর তুমি গোবর্দ্ধন ধারী হরি ।
অরাতি সুদন তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী ,
রাজরাজেশ্বর হরি তুমি ভব ভয় নাশনকারী ।
*******************
রাত্রি - ৯ : ০৫ মিনিট ।
১৩ / ০৩ / ২৪ বুধবার ।
কোলকাতা ।