ঘুম ভাঙা পাখি আর গাইবেনা গান ,
থেমে গেছে সেই হাসি সেই তারে তান !
ভোরবেলা খোকা ওঠো খুকু ওঠো এই ছিল গান ,
মিষ্টি সুরে উঠতো বেজে সেই স্নেহভরা প্রাণ !
উড়ে গেছে ভালোবাসার সেই পাখিটা ,
বাজেনা আর সেই সকাল বেলায় পূরবী তানটা !
কোথায় যে হারিয়ে গেছে সেই সুখ পাখিটা ,
মুখরিত আনন্দ হয়ে গেছে ম্রিয়মান সকালের তানটা !
সেই স্মৃতিগুলো ঘরময় আজ ও
ছড়িয়ে আছে ,
সবকিছুই পড়ে আছে মনের সেই সুখতার ছিঁড়ে গেছে !
ঘরময় খুঁজে ফিরি কোথা সেই স্নেহআদর সোহাগ আছে ,
মনেহয় ঘরখানি সেই স্নেহের পরশে ভরে গেছে !
সেযে ছিল মোর সবচেয়ে আপনার চেয়েও আপন ,
ভুলে তো যায়নি সে ঘিরে রয়েছে সারাক্ষন !
চলে গেছে চিরতরে আর কি ফিরবে সেই প্রিয়জন ,
তবে কি শিয়র পাশে মস্তক পরে করে সে চুম্বন !
কেসে ? সে যে আমার গর্ভধারিনী জন্মদাত্রী মা ,
বিশ্বভুবনে তার যে আর হয়না তুলনা !
**********
দুপুর - ১ :০৬ মিনিট !
২৮ /০৬ /২৪ শুক্রবার !
কোলকাতা !