দালান বাড়ী অট্টালিকার ঘেরাটোপে ঢেকেছে আকাশ ,
অট্টালিকার ফাঁক দিয়ে মাঝে মাঝে বইছে বাতাস ।
রাস্তায় নিয়ন বাতিগুলি উঁকি মারে রাস্তায় দুইপাশে ,
মনে হয় অকস্মাৎ উল্কাপাৎ হচ্ছে দূর হোতে আকাশে ।
তৃষিত হৃদয় আশান্নিত নীলাভ অম্বরের অপেক্ষায় ,
বিস্ফরিত নেত্রদ্বয় চারিপাশে অদূরে নির্বাকে তাকায় ।
মুক্ত আকাশ বাতাস লাগি আবৃত মনে মরে তিয়াসায় ,
মিটবেনা সেই পিয়াস বুঝি খোলা আকাশের অপেক্ষায় ।
আধুনিক সু-সভ্যতার বইছে আবিরত মৃদু মৃদু সমীরন ,
লজ্জার আবারণ হয় দিনে দিনে নব নির্লজ্জ উন্মোচন ।
খুলে ফেলে স্নেহ মায়া মমতা ভালোবাসার দৃঢ় বন্ধন ,
মিথ্যার আচ্ছাদন দিয়ে ঢেকে রাখে সম্পর্কের আভরণ ।
পুরানো দিনগুলি হায় অতীতের অজান্তে গেছে হারিয়ে ,
শুধু স্মৃতিগুলি স্মৃতিপটে ভেসে বেড়ায় এলোমেলো হয়ে ।
অট্টালিকার ঘেরা আঙিনায় অতীত স্মৃতি সব থমকে দাঁড়ায় ,
অরক্ষনীয়া সভ্যতা বেহায়া ভদ্রতা অবলীলায় মাটিতে গড়ায় ।
একান্নবর্তী পরিবার টুকরো টুকরো হয়ে আজ ভেঙে ছারখার ,
ছোট ছোট পরিবার পৃথকান্ন হয়ে রূপ নেয় গ্রামের আকার ।
এ জগতে কেউই উপকারীর উপকার করেনা কখনো স্বীকার ,
বেঈমান বিশ্বাসঘাতক নরাধম স্বার্থপরের যুগ বড়ই নচ্ছার ।
***********
সন্ধ্যা - ৬ : ২০ মিনিট ।
২৯ / ১১ / ২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।