এলোকেশে পথ বেয়ে ,
একাকিনী কার মেয়ে ।
হাতেতে কঙ্কন দিয়ে ,
ঝুম ঝুম নূপুর পায়ে ।
হাতে কঙ্কন করে খনঙ্খন ,
চরণে বাজে মল ঝমঝম ।
খোঁপাতে গুঁজা তারার মালা ,
গলে চন্দ্রহার করে আলা ।
বুকে দোলে সাতনরী হার ,
কানে শোভে কান পাসা ।
হাতে আলো মানতাসা ,
মুখে নেই কোন ভাষা ।
কেগো তুমি কার কামিনি ,
চলেছো পথে একাকিনী ?
কেগো অনুরাগে অভিমানিনী ,
কার গরবে তুমি গরবিনী ,
শিখিপরে শোভে স্বর্ন মুকুট ,
শোভে যেন কোন চিত্রকূট ।
গলাতে শোভিছে মুকুতার চিক ,
কপোল আলো টিকুলি ঝিকমিক ।
************
রাত্রি - ৯:৩৮ মিনিট ।
১৪ / ০২ / ২৪ বুধবার ।
কোলকাতা ।