ভালো ও মন্দ নিয়েই হয় সমাজ গঠন ,
বিত্তশালী যারা হয় করে গরীব শোষণ।
মধ্যবিত্তরা সদাই মান সম্মান নিয়ে চলে ,
মানবতা ভালোবাসা পায় বিত্তশালী হলে ।

সমাজ সংসার সবই ঈশ্বরের  সৃষ্টি ,
মোহে পড়ে বাঁধা থাকে বর্তমানের দৃষ্টি ।
আশা নিয়ে বেঁচে থাকা সৃষ্টির পরিহাস ,
সমাজবদ্ধ হয়ে বাঁচা ধুঁকে যেন নিশ্বাস ।

বিত্তশালী শক্তিশালী সমাজের মধ্যমণি ,
তাদের কথাসমাজ মানে মান্য গন্য মানি ।
মধ্যবিত্তরা সন্ত্রস্ত সদা মান অপমানের ভয়ে ,
অসুবিধা যতই থাক বলেনা কাউকে গিয়ে ।

নিম্নবিত্ত খেটে খায় মান অপমানের নেইকো ভয় ,
মধ্যবিত্ত সম্মানের ভয়ে অভাব অনটনেই  রয় ।
বিত্তশালী অর্থের দাপটে জনগনের মন করে জয় ,
কামকার্য সিদ্ধ হলে তাদের সাথে সম্পর্ক আর নয় ।

বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় কেউ না মাথা ঘামায় ,
যা হবার হোক তা নিয়ে কেউ তেমন ব্যস্ত না হয় ।
প্রয়োজনে বিত্তশালী নিজস্বার্থে গরীব শোষন করয় ,
সবস্ত কিছু জেনে বুঝেও তাদের আনুগত্যে রয় ।

         *****************
বিকাল - ৩ : ৪০ মিনিট !
০২ /০৬ /২৩ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !