রূপের আগুন দেখে ধায়িলি অবোধ হায় ,
পতঙ্গের মত সেই আগুনে ঝাঁপ দিলি তায় ।
পতঙ্গ যে রঙ্গে ধায় ধায়িলি তুই সেথা হায় ,
রূপের আগুনে পড়ে পুড়িয়া মরিলি সেথায় ।
রূপের মোহে পড়ে ঝাঁপ দিলি সেই আগুনে ,
ছার খার জীবন সংসার মুখ দেখাবি কেমনে ।
তুই অতি ক্ষুদ্র হায় ভাল মন্দ না বুঝিলি জীবনে ,
সম্মান গেলো যে হায় সংসার বন্ধনে ফিরিবি কেমনে ।
কামনা বাসনা মোহ মাৎসর্য্য সব দিয়ে জলাঞ্জলী ,
ভক্তি শুদ্ধ চিত্তে ভজ শ্রীকৃষ্ণ রাম হরে মহাকালী ।
রূপের আগুনে ঝাঁপ দিয়ে চরিত্র সম্মান খোয়ালী ,
ধর্ম কর্ম সংসারের কর্তব্য দায়িত্ব না পালন করলি ।
কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য্য দিয়ে বিসর্জন ,
এক হাতে কর সংসারের কর্ম অন্য হাতে পূজন ।
মুখে বল হরিরনাম হাতে কর সংসার কর্তব্য কাম ,
জীবন নয় সুখ ভোগের তরে বল রসনা হরির নাম ।
টাকা কড়ি বাড়ী যৌবন তবিলদারি চিরদিন না রবে ,
প্রাণ পাখীটা উড়িয়া গেলে ধূলায় মিলে মিশে যাবে ।
পিঞ্জিরার পোষা পাখী কখন যে দিয়ে যাবে ফাঁকি ,
শূন্য খাঁচা রবে পড়ে অনাদরে মাটির 'পরে একাকি ।
**************
রাত্রি -৭ :২৬ মিনিট !
২৫ /০৫ /২৪ শনিবার ।
কোলকাতা ।