ফিরিয়ে দাও অতীতের প্রফুল্লময় সেই আনন্দের ক্ষণ  ,
বসে রজনী বেলা একসাথে করেছি আনন্দ আলাপন  ।
মনে কি পড়েনা তব প্রিয়া সাথে বসে কথপোকথন  ,
ফিরে এসো সাথে লয়ে সেই প্রেম ভালোবাসার বন্ধন  ,

কত ছিল আনন্দ ভাই বোন একত্র থাকি আনন্দে মগন ,
মনের দরজা খুলে দেখি সেই অতীতের আনন্দ নিকেতন  ।
চলে গেছে দিনগুলি মনে পড়ে সেই আনন্দ বিহ্বল মনোরম
মনে আজওপড়ে হায় আনন্দ উচ্ছল সেই আন্দোলিত প্লাবন ।

মনে পড়ে শৈশব ছিল কত স্বাধীন আনন্দময় সুখের জীবন  ,
না ছিল কোন কর্তব্য দায় দায়িত্ব বিধিনিষেধ  নিয়ম পালন  ।
শৈশবে কেটেছে মাতৃক্রোড়ে হেসে খেলে কোলাহলে নিমগন ,
ছিল না কোন বিধিনিষেধ বাধ্যতামূলক প্রয়োজনীয় নিয়ম  ।

শ্রাবনের ধারার জলে আনন্দে ভিজেছি ভাই বোনে অবিরল  ,
খাল বিল নদী নালা বৃষ্টির জল বহে যেন প্লাবনের কল্লোল  ।
জমিতে ধান  রুয়ে চাষিরা ভিজে ভিজে গরু ভিজে লাঙ্গল ,
পথ ঘাট মাঠ আল জমি ভাসে ভাসে জমির যতসব্জি ফসল ।

শরতে শারদ প্রাতে নীল নীলিমায় ভাসে পিঁজা পয়োধর  ,
শিউলীর গাছে গাছে কুঁড়ি ভরে সৌরভ ছড়ায় দিনভর  ।
কাদম্বিনী সাথে প্রভাকর খেলে লুকোচুরি সদা জলধর ,
নীলনভে দামিনী ভাসে শশধর হাসে শোভা মনোহর ।
               ****************
রাত্রি  - ৯ : ০৭ মিনিট  ।
২৯ / ০৯ / ২৪ রবিবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।