খামখেয়ালি স্বেচ্ছাচারিতায় যারা হয় ধ্বংস ,
অদূরদর্শিতায় স্ববংশে নির্বংশ হলো কংস ।
মানবজীবনে আছে সংগ্রাম আছে উত্থান পতন ,
তাই সময় থাকতে নিজেই তাহা কর সংশোধন ।

সুখী যদি হতে চাও সৎ পথে থেকে ধৈর্য ধরতে হয় ,
ক্ষনিকের সুখ ত্যাগ করে অপরের সমব্যাথী হতে হয় ।
অন্যের সুখে সুখী দুঃখে দুঃখী যেই জন সদা সুখী হয় ,
যে নিজ স্বার্থে মগ্ন ধরাধামে তারমত অভাগা কেউ নয় ।

মানব জনম  সোজা নয় পরের জন্য ভাবতে হয় ,
নইলে জগৎ আঁধারময় জীবন থাকতে মরতে হয় ।
বিচার কের আসনে বসেন মোড়ল মহাশয় ,
সমাজেরছোট বড় আবালবৃদ্ধ বনিতা সবার ইচ্ছায় ।

মোড়লের আদেশ হয় স্থির ও অগ্রগন্য সবার মান্য ,
মোড়লের আদেশ শিরোধার্য  সবাই করে ধন্য ধন্য ।
ভেজাল মিশ্রিত খাদ্য দ্রব্য কিনে খায় আপামর জন ,
পাপ পুন্য নাই বিচার শোধু দেখেলাভ অমূল্য ধন ।

বেইমান  বিশ্বাসঘাতকতার যুগে বিশ্বাসে বিষ হানে ,
কার্য সিদ্ধিসাধন হয়ে গেলে সে আর না চেনে কোনজনে  ।
মাস মাইনার কর্মচারি তারাই করে খোষামোদ তাঁবেদারি ,
ঘুষ পাওয়াতো হক্ প্রাপ্য এটাই চলছে দুনিয়াদারি ।

           **************
রাত্রি - ৯ : ২৭ মিনিট ।
১৯ / ০১ /২৪ শুক্রবার ।
কোলকাতা ।