দিনমনি অস্তাচলে
নদীজলে সিঁদুর ঢালে ,
মিনেরা খেলে নদীজলে
বিভাবরী ডানা মেলে ।
গো-পাল ফিরে গোয়ালে
রাখাল আনে গোধূলি কালে ,
নীড়ে ফিরে পাখীরা
কিচমিচ রবে কলকল্লোলে ।
বনানী ঢেকে যায় আঁধারে
বনবীথি নীরবে ঘুমোঘোরে ,
কেউ নাই নিশ্চুপ পথপরে
কেবল শৃগাল কুকুর বিহারে ।
ঘরে ঘরে সন্ধ্যাকালে
বৌ ঝিয়েরা সন্ধ্যাবাতি জ্বালে ,
চুপচাপ গ্রামে মেঠো পথ
জনমানব হীন কেউ না চলে ।
ঘন আঁধারে ঘেরা নিশুতি রাত
থেকে থেকে আসে কুকুর শৃগালের ডাক ,
গাছের ডালে ডালে জ্বলে জোনাকিরা থোকে
চারিদিক নিস্তব্ধ ঝিঁ ঝিঁ পোকার ডাক ।
*************
বেলা - ১১ : ৪০ মিনিট ।
২৩ / ১২ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।