কান পেতে শুনি আগমনী গান এ কেমন শরৎ বেলা ,
সাদা মেঘগুলো ভেসে আসে আকাশে দুলিয়ে দোলা  ।
কাল মেঘ সব ভেসে বেড়ায় আকাশের নীল সীমানার ,
আকাশে বাতাসে মায়ের আগমনের পদধ্বনি শোনা যায় ।

বসে আছি আসার আশে পুজা হবে সবাই কে ভালোবেসা  ,
থাকবে ভাল কাটবে সবার পুজা সবার মায়ের আশীষে।
শান্তিতে আনন্দের স্রোত বইবে দেশে মাতৃবোধন  আসে ,
আয়রে সবাই মিলব এবার পুজোয় মাকে  ভালোবেসে  ।

               ***************
সন্ধ্যা - ৫ : ৩০ মিনিট  ।
০৬ / ১০ / ২৪ রবিবার  ।
কোলকাতা  ।